September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 7:14 pm

পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সব ক’টি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ নাঈম। ৫০ বল খেলে দুই চার ও দুই ছয়ের মারে তিনি এ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও হাইদার আলী পাকিস্তানকে জয়ের অনেকটাই কাছে নিয়ে যান। তবে জয়ের জন্য পাকিস্তানকে শেষ বল পর্যন্ত খেলতে হয়।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ শেষ ওভার করতে এসে তিন উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেননি। রুদ্ধশ্বাস এ ম্যাচে পাকিস্তান জয় পায় পাঁচ উইকেটে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হায়দার আলী। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৪০ রান। বাংলাদেশেরে হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহমুদউল্লাহ
এর আগে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতে নেয় বাবর আজমের দল।