October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 7:07 pm

পাকিস্তানের মাকসুদের বিশ্বকাপ শেষ

অনলাইন ডেস্ক :

অনিশ্চয়তা আগে থেকেই ছিল। সেই শঙ্কাই এবার সত্যি হলো। চোট থেকে সময়মত সেরে না ওঠায় আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান সোহেব মাকসুদ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের শনিবারের প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মাকসুদের বদলি ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর থেকেই অনিশ্চয়তায় ছিল বৈশ্বিক আসরে তার অংশগ্রহণ। মাকসুদের পিঠের এমআরআই স্ক্যানের ফলাফল ইতিবাচক না আসায় তাকে বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছে। চোট কাটিয়ে মাঠে ফিরতে তাকে বিশ্রামে থাকতে হবে এবং লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পাঁচ বছর বিরতির পর জাতীয় দলে ফেরার পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব ভালো কিছু করতে না পারলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফরম্যান্স করেন মাকুসদ। মুলতান সুলতান্সের শিরোপা জয়ে পাঁচ অর্ধশতকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পিএসএলের এই আসরে অন্যান্যের থেকে সবচেয়ে বেশি বাউন্ডারিতে রানও তোলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা।