অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট রফিক তারার আর নেই। সোমবার ৯২ বছর বয়সে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তার মৃত্যু হয়।
রফিক তারারের নাতি আজম তারার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
সাবেক পাকিস্তানি এই বিচারক ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলি, প্রধানমন্ত্রী ইমরান খান, দেশটির সামরিক প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ বিশিষ্ট রাজনীতিবিদরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
১৯৯৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল তাকে সমর্থন করার পর তারার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট
রাজা হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে কিং চার্লস
ইকুয়েডরে ভূমিধসে নিহতের সংখ্যা ১৪