October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 18th, 2023, 7:57 pm

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত রোববার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রশিদ (৭২) কে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে শেখ রশিদ আহমেদে।

শেখ রশিদ আহমেদে সামাজিক যোগাগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, ‘পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। একই সময় তার বড় ভাই শেখ শাকির ও বাড়ির একজন পরিচারককেও গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমি বিচার বিভাগের শীর্ষ পর্যায়কে অনুরোধ করছি সিনিয়র রাজনীতিবিদকে এভাবে গ্রেপ্তারের বিষয়টি খতিয়ে দেখা হোক। তিনি কোনো ওয়ান্টেড আসামি ছিলেন না।’ এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মাইক্রোব্লগিং এক্স (টুইটার) এ একটি পোস্টে শেখ রশিদ এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘এবার শেখ রশিদকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।’ তবে গ্রেপ্তারের পরে এখনো রশিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কোনো কিছু প্রকাশ করা হয়নি।