October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 7:44 pm

পাকিস্তানের হারে সিরিজ ভাগাভাগি

অনলাইন ডেস্ক :

গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ২৬১ রানে। ফলে ২৪৬ রানের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে পাক অধিনায়ক বাবর একাই লড়েছেন। ১৪৬ বলে একটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার ইমাম-উল-হক এক রানের জন্য অর্ধশতক মিস করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। শেষ দিকে ২৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ইয়াসির শাহ। ফের ৫ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার নতুন প্রতিভা প্রভাত জয়সুরিয়া। কম যাননি রমেশ মেন্ডিসও, তিনি নিয়েছেন ৪ উইকেট। এই জয়ের ফলে ১-১- এ সমতায় শেষ হলো দুুই ম্যাচের টেস্ট সিরিজ। উল্লেখ্য, প্রথম টেস্টে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা ম্যাচসেরা হয়েছেন। আর দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন প্রভাত জয়সুরিয়া।