June 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 7:34 pm

পাকিস্তানে এসে আজানের ধ্বনিতে মুগ্ধ অজি অধিনায়ক

অনলাইন ডেস্ক :

২৪ বছরের অপেক্ষা। পাকিস্তানে দীর্ঘদিন পর খেলছে অস্ট্রেলিয়া। এবারের সফরে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। এর মধ্যেই রাওয়ালপিন্ডিতে চলছে প্রথম টেস্ট। এর আগে এই মাঠেই অনুশীলন করেছিল অস্ট্রেলিয়া দল। ওই সময় দূরের এক পাহাড় থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। ওই আওয়াজে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কোডস্পোর্টসে তার লেখা এক কলামে নিজের সেই মুগ্ধতার কথাই জানিয়েছেন অজি অধিনায়ক। কলামে লিখেছেন, ‘অনুশীলনের সময়টা একটি দুর্দান্ত মুহূর্ত তৈরি হয়েছিল। দূরের পাহাড় থেকে ভেসে আসা প্রার্থনার সুর (আজান) যেন রাওয়ালপিন্ডির মাটির সঙ্গে মিশে প্রতিধ্বনিত হচ্ছিল।’ এর সঙ্গেই কামিন্স লিখেছেন, ‘আমি আরও জানতে পেরেছি, এই সিরিজের প্রতি শুক্রবারের প্রথম সেশনগুলি হবে আড়াই ঘণ্টার। প্রার্থনার জন্য এক ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। কারণ এটি সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ে কিছু না কিছু শিখছি।’ ১৯৯৮ সালের সবশেষ সফরের দীর্ঘ দুই যুগ পর আবারও পাকিস্তানের মাটিতে খেলছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর খেলতে এসে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে অজি ক্রিকেটারদের। সে কথাই জানালেন প্যাট কামিন্স। কামিন্স আরও বলেছেন, ‘আমাদের অজানা যা কিছু সবটা জানতে চাই। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বলব, মার্ক টেলর ১৯৯৮ সালে অধিনায়ক হওয়ার পর থেকে আমরা পাকিস্তানে খেলিনি এবং এই পরিস্থিতিতে পারফর্ম করাটাই প্রতিটি খেলোয়াড়ের জন্য বড় চ্যালেঞ্জ। আর ব্যক্তিগত দৃষ্টিকোন থেকে বলতে পারি, আমরা এই জীবনে একবারের এই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’