অনলাইন ডেস্ক :
পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ ও দুজন বেসরকারি গার্ড রয়েছে। মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। পুলিশ কর্মকর্তা ইরফান খানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আফগানিস্তান সীমান্তের হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তানি তেল ও গ্যাস কোম্পানিতে ৫০ জন জঙ্গি হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করেনি।
এ ছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।
আরও পড়ুন
এভারেস্টের ‘মৃত্যুকূপ’ থেকে পর্বতারোহী উদ্ধার
ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি নাসা
আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক