অনলাইন ডেস্ক :
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানির দাম ৩০০ রুপি ছাড়াল। শুক্রবার (১লা সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে নতুন মূল্য ঘোষিত হয়। এতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। এ ছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি বেড়েছে। আগের ৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুপির অবমূল্যায়ন ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে ১৫ দিনের মধ্যে দ্বিতীয় দফা দাম বাড়িয়েছে। এ হিসেবে দুই সপ্তাহে পেট্রোল ও ডিজেলে সম্মিলিত বৃদ্ধি যথাক্রমে ৩১ দশমিক ৪১ রুপি ও ৩৮ দশমিক ৪৪ রুপি।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার গভীর রাতে নতুন দাম ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রাণালয়ের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে বর্তমানে দেশটিতে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১১ দশমিক ৮৪ রুপি। বেশিরভাগ ভারী পরিবহন যানবাহন, ট্রেন, ট্রাক, বাস, ট্রাক্টরসহ নলকূপ ও অন্যান্য ইঞ্জিন চলে ডিজেলে। এ কারণে আরেক দফা বাড়তে পারে শাকসবজি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম। একইভাবে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি। যার প্রভাব পড়বে ব্যক্তিগত পরিবহন ও ছোট যানবাহনে। যা সরাসরি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের প্রভাবিত করবে। তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ