October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 3rd, 2023, 9:20 pm

পাকিস্তানে বন্দুক হামলায় ২ সেনাসহ নিহত ৮

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাত বন্দুকধারীরা বাসে হামলায় ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। নিহতদের মধ্যে দেশটির দুজন সেনা সদস্যও রয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাসটিকে উদ্দেশ করে হামলাকারীরা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের মুখপাত্র গোলাম আব্বাসের মতে, এ হামলার ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মূলত হামলাকারীরা বাসে গুলি চালানোর পর একপর্যায়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়। গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে পাক সরকার।