October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 20th, 2023, 9:23 pm

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত, আহত ৮

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারী) এ ঘটনা ঘটে। এতে ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ডেপুটি কমিশনার সামিউল্লাহ রয়টার্সকে বলেন, বোলান জেলার পেশি এলাকায় জাফর এক্সপ্রেস বোমা হামলার শিকার হয়েছে। এতে আটজন আহত হয়েছেন এবং ট্রেনের একটি ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত হয়েছে।ইতোমধ্যে শেষ খবর পাওয়া পযন্ত ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। তবে হামলার এ ঘটনা পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।