October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 9:06 pm

পাকিস্তানে মূল্যস্ফীতির প্রতিবাদে দোকানপাটে তালা

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে আবারও কয়েক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। মূল্যস্ফীতি ও জ¦ালানির দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানজুড়ে ধর্মঘট করেছে ব্যবসায়ীরা। গত শনিবার লাহোর, করাচি ও পেশোয়ারজুড়ে দোকানপাট বন্ধ রাখা হয়। বন্ধ বাজারগুলোর সামনে বিদ্যুৎ বিল ও কর বাড়ানোর প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড টানানো হয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার গত বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ রুপি ৯১ পয়সা এবং ১৮ রুপি ৪৪ পয়সা করে বাড়িয়েছে। এতে পেট্রোল ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ রুপি ৮৪ পয়সা। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম ৩০০ রুপি ছাড়িয়েছে।

এতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা দেশটির জনগণের উদ্বেগ আরও বেড়েছে। লাহোরের টাউনশিপ ট্রেডার্স ইউনিয়নের সভাপতি আজমল হাশমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের আন্দোলনে সবাই অংশগ্রহণ করছে। কারণ, পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সরকারকে অবশ্যই প্রণোদনা বা ত্রাণ দিতে হবে। কয়েক দশকের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। চলতি বছরের শুরুতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেয়। এতে সৃষ্টি হয় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়।

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ উৎপাদন। পাশাপাশি দেখা দেয় নিত্যপণ্যের সংকট। ঘাটতি দেখা দেয় ঘি ও ভোজ্যতেলের। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় দুধ, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিদ্যুৎ সংকটে বন্ধ হয়ে যায় টেক্সটাইল শিল্পসহ অনেক কলকারখানা। চলতি বছরের মাঝামাঝিতে খেলাপি হওয়া এড়াতে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি চুক্তি করতে বাধ্য হয়েছিল। এ চুক্তির শর্ত অনুযায়ী সরকারকে জ¦ালানি ভর্তুকিতে লাগাম টানতে হচ্ছে। এতে দেশটিতে ডিজেল-পেট্রোল ও বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। তাছাড়া ঐতিহ্যগতভাবে দেশটির ব্যবসায়ীরা বিপুল ক্ষমতার অধিকারী। আগামী মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আইএমএফের শর্ত অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রভাবশালী দলগুলোর জন্য ব্যবসায়ীদের সমর্থন পাওয়া কঠিন হবে।

জ্বালানির দাম বাড়ানোর পর শুক্রবার প্রধানমন্ত্রী কাকার বলেন, ‘নাগরিকদের মূল্যস্ফীতিজনিত বাড়তি বিল পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। ভর্তুকি চালিয়ে যাওয়ার অর্থ হলো, অর্থনীতির সমস্যাগুলো সমাধানের পরিবর্তে আপনি কেবল এটি বিলম্বিত করছেন। আগস্টে দেশটির মূল্যস্ফীতি ২৭ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। জুলাইয়ে গাড়ির জ¦ালানির ব্যয় ৮ শতাংশ বেড়েছে। লাহোরের ইলেকট্রনিক মার্কেট ট্রেডার্স ইউনিয়নের সভাপতি বাবর মাহমুদ বলেন, এ মাসে আমরা যে বিল পেয়েছি, তা আমাদের আয়ের চেয়ে বেশি। জাতীয় নির্বাচন আয়োজনে গত মাসে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হয়। তবে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।