October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 8:10 pm

পাকিস্তানে মৌসুমী বৃষ্টিতে নিহত ৩৫৭, আহত ৪ শতাধিক

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে ভারী মৌসুমী বৃষ্টিপাতে কমপক্ষে ৩৫৭ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে।
এনডিএমএ সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, ১৪ জুন থেকে পাকিস্তান জুড়ে ভারী মৌসুমী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে প্রাণহানির পাশাপাশি অবকাঠামো, রাস্তা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনডিএমএ’র হিসাব অনুযায়ী, ২৩ হাজার ৭৯২টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া বৃষ্টিতে কয়েক ডজন সেতু ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার এক টুইটবার্তায় বলেছেন, পাকিস্তান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং বর্তমান আকস্মিক বন্যার সমস্যা মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল যেখানে বৃষ্টি ও পরবর্তী বন্যায় ১০৬ জন মারা গেছেন। এছাড়া সিন্ধু প্রদেশে ৯০ জন, পাঞ্জাব প্রদেশে ৭৬ জন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৭০ জন এবং দেশের অন্যান্য অংশে ১৫ জন নিহত হয়েছেন।