November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 22nd, 2022, 8:16 pm

পাকিস্তান টেস্ট দলে যোগ দিলেন হাসান

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে বিব্রতকর রেকর্ডের পর এবার নিউ জিল্যান্ডের সঙ্গে লড়বে পাকিস্তান। ঘরের মাঠে আসছে টেস্ট সিরিজটির জন্য হাসান আলিকে দলে ফিরিয়েছে তারা। দুই টেস্টের সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা কামরান গুলাম। দলে ফিরতে পারেননি অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফের হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। একই চোটে অনেক দিন বাইরে থাকার পর অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কাঁধের চোটে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি নাসিম শাহ। এখন অবশ্য ফিট আছেন তিনি। তাকে রাখা হয়েছে কিউইদের বিপক্ষে দলে। ইংলিশদের সঙ্গে টেস্ট অভিষেকে চোট পাওয়া হারিস রউফ এখনও সেরে ওঠেননি। তার সঙ্গে ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আলি, ফাহিম আশরাফ। আর অবসরে গেছেন আজহার আলি। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে পাকিস্তান। ঘরের মাঠে টেস্ট ইতিহাসে এমন বিব্রতকর পরাজয় এই প্রথম। ওই সিরিজের দলে ছিলেন না হাসান আলি। এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গলে। কায়েদ-ই-আজম ট্রফির ২০২০-২১ মৌসুমে রেকর্ড ১ হাজার ২৪৯ রান করে ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফরের দলে ডাক পেয়েছিলেন কামরান। কিন্তু একটি ম্যাচও খেলতে পারেননি খাইবার পাখতুনখাওয়ার এই ব্যাটসম্যান। চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন ২৭ বছর বয়সী কামরান। লিস্ট ‘এ’ প্রতিযোগিতা পাকিস্তান কাপে সবশেষ পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ১১৮*, ৯২, ০, ১২৩* ও ৯৮*। এর আগে কায়েদ-ই-আজম ট্রফিতে ১৪ ইনিংসে ৪২.৬৪ গড়ে ৫৯৭ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে কামরানের রেকর্ড বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০ সেঞ্চুরি, ১৮ ফিফটি ও ৪৭.৩৬ গড়ে তার রান ৩ হাজার ২৬৮। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬১ ম্যাচে ১৪ ফিফটির সঙ্গে সেঞ্চুরি করেছেন ৪টি। ৪৪.৫৪ গড়ে নামের পাশে রান ২ হাজার ১৩৮। টি-টোয়েন্টিতেও একটি সেঞ্চুরি আছে তার। পাকিস্তান-নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট শুরু আগামী সোমবার, করাচিতে। এরপর ৩ জানুয়ারি মুলতানে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ। এরপর ১০ থেকে ১৪ জানুয়ারি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলবে দুই দুল।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নুমান আলি, সরফরাজ আহমেদ, সালমান আলি আঘা, সাউদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ।