October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 25th, 2023, 7:41 pm

পাঠান দেখে মুগ্ধ দর্শক!

অনলাইন ডেস্ক :

শীত-সকাল উপেক্ষা করে ভোর ৬টা থেকে হলে গিয়ে ‘পাঠান’ সিনেমা দেখা শুরু করেছেন দর্শক। বলিউডের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তবে এর মাঝে ভোর ৬টার শো হাউসফুল হওয়া নিঃসন্দেহে ভালো খবর। বুধবার (২৫ জানুয়ারী) ভারতজুড়ে মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমা। দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো। আর এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরলেন শাহরুখ। হল থেকে বের হয়ে দর্শকরা বলেছেন মন জয় করে নিয়েছে পাঠান। অ্যাকশন হিরোরূপে শাহরুখকে দেখে একেবারে মুগ্ধ দর্শক। হট অ্যান্ড কুল লুকে দীপিকার অ্যাকশন সিকোয়েন্সেও বুঁদ পাঠানের দর্শক। সঙ্গে জন আব্রাহামের অ্যাকশন তো রয়েছেই। সব মিলিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো-র পরই ব্লকব্লাস্টার মুভির তকমা লেগেছে পাঠানের গায়ে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা-জন ধামাকার পাশাপাশি সালমান খানের ১০ মিনিটের ক্যামিও চরিত্রেও কুপোকাত দর্শক। সেই সঙ্গে এ সিনেমায় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানার চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকের। এদিকে খবর এসেছে অনলাইনে চলে এসেছে পাঠান সিনেমা। যশরাজের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, “বড় অ্যাকশনের জন্য সবাই প্রস্তুত তো? রেকর্ড করা ভিডিও দেখা থেকে বিরত থাকুন প্লিজ। অনলাইনে তা শেয়ার করা এবং স্পয়েলার দেয়া থেকে বিরত থাকুন। সিনেমা হলে গিয়েই ‘পাঠান’-এর আনন্দ উপভোগ করুন।” অনলাইনে ফাঁস হওয়ার খবর সামনে এলেও সকাল থেকে দর্শকদের ভিড় দেখা গেছে হলগুলোতে।