October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:38 pm

‘পাঠান’ সিনেমার সাফল্য উদযাপনে গাড়ি কিনলেন শাহরুখ

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের গ্যারেজে যুক্ত হয়েছে নতুন গাড়ি; রোলজ রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ। ‘পাঠান’ সিনেমার সাফল্য উদযাপন করতেই গাড়িটি কিনেছেন শাহরুখ। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেশকিছুদিন টেস্ট ড্রাইভের পরই গাড়িটি মান্নতে নিয়ে এসেছেন শাহরুখ। সম্প্রতি এই সাদা রঙের গাড়িটি মান্নতে ঢুকতে দেখা গিয়েছে। গাড়িটি যে বাদশার তা বোঝা যাচ্ছে নম্বর প্লেট দেখে। সেখানে রয়েছে একাধিক পাঁচ। আর পাঁচ হল শাহরুখের শুভ সংখ্যা। শাহরুখ সাধারণত তাঁর গাড়ির নম্বরে পাঁচ রাখার চেষ্টা করেন। আর তাঁর নতুন কেনা গাড়ির নম্বর প্লেটে রয়েছে তিনটি পাঁচ। শাহরুখের এই গাড়ির দাম নাকি ১০ কোটি রুপিও বেশি; রোলস রয়েস ভারতে যেসব মডেলের গাড়ি বিক্রি করে, তার মধ্যে শাহরুখের গাড়িটির দাম সব থেকে বেশি। বাইরের সাদা রঙের সঙ্গে রঙ মিলিয়ে গাড়ির ভিতরের সিটের রঙও সাদা। সঙ্গে রয়েছে হালকা নীল রঙের ছোঁয়া। ডেলিভারি নেওয়ার আগে গাড়িটি শাহরুখ নিজেও নাকি একবার চালিয়ে দেখেছেন।