October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 7:50 pm

পান্ডিয়াকে নিয়ে যা বললেন ম্যাকগ্রা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হয় হার্দিক পান্ডিয়ার। তারপর থেকেই ভারতীয় অলরাউন্ডার চমৎকারিত্ব দেখিয়ে যাচ্ছেন ব্যাট-বল হাতে। তার দারুণ পারফরম্যান্স দেখে তাকে প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ড সফরে নিজের প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করেন পান্ডিয়া। দুইবার চারটি করে উইকেটও নেন। ম্যাকগ্রার মতে, পান্ডিয়া আত্মবিশ্বাস ধরে রাখলে ব্যাট-বল হাতে প্রতিপক্ষের জীবন কঠিন করে তুলবেন। ম্যাকগ্রা বলেছেন, ‘ক্রিকেট অনেক বেশি আত্মবিশ্বাসের খেলা। হার্দিক অনেক আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়। সে যদি ভালো বোলিং করে, তাহলে তার ব্যাটিংয়েও ইতিবাচক প্রভাব পড়ে। সে একের ভেতর দুই। সে একজন বিলাসী। সে ভালো, বুদ্ধিদীপ্ত বোলার এবং শক্তিশালী হিটার। তার ভালো গেম প্ল্যান আছে।’ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে ফর্মে থাকায় ভারতের নির্বাচকদের কাছে উপেক্ষিত ছিলেন পান্ডিয়া। তবে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন বানিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।