বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান পাপন।
নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নিয়োগ নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
এর আগে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করলেও বোর্ডের সঙ্গে অজ্ঞাত মতপার্থক্যের কারণে পদত্যাগ করেন ফারুক আহমেদ।
ফারুকের নিয়োগের মধ্য দিয়ে বিসিবি সভাপতি হিসেবে নাজমুলের দীর্ঘ ও কিছুটা বিতর্কিত মেয়াদের অবসান হলো।
২০১৩ সালে বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পান নাজমুল হাসান পাপন। আগামী বছর বিসিবি সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদ পূর্ণ হতো তার। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা