November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 8:06 pm

পাপ নিয়ে উচ্ছ্বসিত ববি

অনলাইন ডেস্ক :

‘সুন্দর একটি গল্প নিয়ে পাপ ছবিটি নির্মিত হয়েছে। তাছাড়া টিমের সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অনেকদিন ধরে ছবিটির জন্য অপেক্ষায় ছিলাম। এবার ঈদের মতো একটি বড় উৎসবে পাপ হলে আসছে। আমি সত্যিই খুব উচ্ছ্বসিত।’-দীর্ঘদিন পর নিজের নতুন সিনেমা মুক্তি প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরইমধ্যে সৈকত নাসির পরিচালিত এই ছবির টিজার প্রকাশিত হয়েছে। তাতে আভাস মিলেছে, গ্ল্যামার, প্রেম ও পাপের গল্পের! সেই সঙ্গে আছে খুনের রহস্য! যা নিয়ে তৈরি হয় জট। টিজার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানাভাবে বিশ্লেষণ করেছেন। সৈকত নাসির বলেন, ‘স্টোরি বেইজ গল্প হিসেবে পাপ দারুণ কন্টেন্ট। প্রতিটি নির্মাণে মেকিং জনরা পরিবর্তন করি। এই গল্পেও আছে। গল্পটা দুই খ-ে বলা হয়েছে। শেষ চাল আসবে পরের ঈদে। আমার বিশ্বাস রোশান নিজেকে ছাড়িয়ে যাবে। ববিও নতুনভাবে হাজির হচ্ছেন। ছবিটিতে ববি-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ অনেকে। এদিকে এই ছবিটি ছাড়াও ‘মেঘনা কন্যা’, ‘বেঈমান’, ‘নাইট ইন লন্ডন’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন ববি। এ ছাড়া মুক্তির অপেক্ষায়ও আছে তার একাধিক ছবি। নিজের অভিনয় নিয়ে ববি আরও বলেন, ‘এখন দর্শকদের চাহিদা পাল্টে গেছে। সেদিক বিবেচনা করেই ভিন্ন ধারার কিছু কাজ করছি। যে ধরনের চরিত্রে এর আগে দর্শকেরা আমাকে দেখেননি। কারণ আমি সবসময় সময়ের সাথে সাথেই চলার চেষ্টা করি। দর্শকরাও একইরকম চরিত্রে আমাদের দেখতে দেখতে যেন বিরক্ত না হন, সেদিকেও খুব খেয়াল রাখি। তাছাড়া আজীবন চলচ্চিত্রের সাথেই থাকতে চাই বলে জীবনে অনেককিছু সেক্রিফাইস করেছি। আমার এই পরিশ্রমের মূল্যায়ন আমার দর্শকরা করবেন বলে আমার শতভাগ বিশ্বাস রয়েছে।’ অন্যদিকে এরইমধ্যে দেশের বেশিরভাগ তারকাই ওটিটিতে নিজে নাম লিখিয়েছেন। তাদের কাজগুলোও বেশ প্রশংসিত হচ্ছে। ববিকে এই মাধ্যমটিতে কবে দেখতে পাবেন দর্শকরা?-এমন প্রশ্নে ববি জানান, ভালো গল্প-চরিত্র পেলে ওয়েব সিরিজেও কাজের আগ্রহ রয়েছে তার।