October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 7th, 2023, 7:45 pm

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

পাবনা সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিফাত আল সিফাত (২১) জেলার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। অপর নিহত রুম্মান (২০) চাটমোহরের পার্শ্বডাঙ্গার মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে।

পাকশী হাইয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আসা রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে বলেও জানান এসআই।

—-ইউএনবি