October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 7:04 pm

পাবনায় গাড়ির ধাক্কায় তাজাকিস্তানের প্রকৌশলী নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত তাজাকিস্তানের এক প্রকৌশলী মালামাল বহনকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী বারজাহান (৩৫) তাজাকিস্তানের নাগরিক ও প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানা সূত্র জানায়, প্রকল্পের ভেতরে কর্মরত অবস্থায় পেছন থেকে গাড়িটি ধাক্কা দিলে গুরুতর আহত হন প্রকৌশলী বারজাহান। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহত ওই প্রকৌশলীর লাশ তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

–ইউএনবি