October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 8:11 pm

পাবনায় বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের চাপায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাশিনাথপুরের করিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) এবং আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিুকুল ইসলাম জানান, তারা দাওয়াত খেয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে করিয়াল এলাকায় ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরেকজন মারা যান।
দুর্ঘটনা কবলিত ভ্যানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুল কাসেম আজাদ।

—ইউএনবি