December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 15th, 2022, 8:57 pm

পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, পাবনা

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা নলদহ ইয়াছিন মোল্লার বসতবাড়ীর পাশের পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ( সাবেক ইউপি চেয়ারম্যান ) টুটুল খান,স্বপন কর্মকার ,দিলীপ কর্মকার, আব্দুস সাত্তার ও রইছ উদ্দিন খান নামের ৫ জনকে গ্রেফতার করে।
তাদের নিকট হতে ১১ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল, নগদ এক লক্ষ পচিশ হাজার তিনশত টাকা, ৬টি মোবাইল, ৮টি সিমকার্ড, ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
উল্লেখ্য এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটককৃত টুটুল খান (সাবেক চেয়াম্যান ) ও রইছ উদ্দিন দুইজনেই আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
আটককৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আবুল কালাম আজাদ