September 27, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 21st, 2022, 7:31 pm

পারিশ্রমিক বাড়িয়ে দিলেন কার্তিক

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সাফল্যের তুঙ্গে অবস্থান করছেন। শোনা যাচ্ছে, পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। বলিউডে একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ হিট। এই সিনেমার সাফল্যের পরই নিজের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি সিনেমার জন্য ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন কার্তিক আরিয়ান। কিন্তু এখন প্রযোজক বা পরিচালক তার কাছে সিনেমার প্রস্তাব নিয়ে গেলে বাড়তি পারিশ্রমিক চাইছেন তিনি। যদিও তিনি কী পরিমাণ পারিশ্রমিক চাইছেন সেটির সংখ্যা জানা যায়নি। তবে বলিপাড়ায় গুঞ্জন, সেটি তার বর্তমান পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি। এর আগেও কার্তিকের পারিশ্রমিক বাড়ানো নিয়ে গুঞ্জন চাউর হয়েছিল। পরবর্তী সময়ে সেই গুঞ্জন উড়িয়ে দেন এই অভিনেতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পারিশ্রমিক বাড়ানো নিয়ে একটি খবর শেয়ার করে তিনি লেখেন, ‘শুধু প্রচার হয়েছে, পারিশ্রমিক বাড়েনি।’ গত মে মাসে মুক্তি পায় কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’। সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘ফ্রেডি’, ‘শেহজাদা’, ‘সত্যপ্রেম কি কথা’ ও কবির খান পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।