October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 7:46 pm

পাসপোর্ট না থাকায় বাংলাদেশ দলে নেই রকিবুল

নিজস্ব প্রতিবেদক:

শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। কাল বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের আগে অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম দিয়েছে স্বাগতিক দল। পাসপোর্ট জটিলতায় খেলা হচ্ছে না সদ্যই ডাক পাওয়া নতুন ফরোয়ার্ড রকিবুল হাসানের! শুধু ভারতের বিপক্ষেই নয়, পুরো প্রতিযোগিতাতে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হকির নিয়ম হলো যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে সব খেলোয়াড়ের পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ দলের সবার পাসপোর্ট থাকলেও শুধু রকিবুলের কাছেই তা নেই। হকি ফেডারেশনও দৃষ্টি দেয়নি সেদিকে। যে কারণে রকিবুলের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে গোল করে আলোচনায় ছিলেন রকিবুল। তাই এই ফরোয়ার্ডের দিকে দৃষ্টি ছিল সবার। এখন অনাকাক্সিক্ষত ঘটনায় হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফজানিয়েছেন, ‘আমরা আসলে বিষয়টি খেয়াল করিনি। রকিবুল ছাড়া অন্য সবার পাসপোর্ট আছে। এখন নিয়মানুযায়ী রকিবুলকে টার্ফের বাইরে থাকতে হচ্ছে। তবে রকিবুলের পাসপোর্ট করতে এরইমধ্যে উদ্যোগ নিয়েছি।’