অনলাইন ডেস্ক :
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের বাকি ম্যাচে আর খেলবেন না দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পিঠের নীচের দিকে ব্যথার কারণে এ সিদ্বান্ত নেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া বক্তব্যে এ কথা জানান ৪১ বছর বয়সী আফ্রিদি। তিনি বলেন, ‘আমি পিএসএল ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু গত ১৫-১৬ বছর ধরে পিঠের নিচের ইনজুরি নিয়ে খেলছি এবং ব্যথাটা বেশ তীব্র অনুভব করছি। আমার কুঁচকি, হাঁটু এমনকি পায়ের আঙ্গুলেও ব্যথা অনুভব করছি।’ তবে আগামী কয়েক মাস পুনর্বাসনে থাকবেন এবং কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলতে চান জানিয়ে আফ্রিদি। বলেন, ‘স্বাস্থ্যই সবকিছু এবং আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।’ এবারের আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন আফ্রিদি। টুর্নামেন্টের শুরুতে করোনায় আক্রান্ত হওয়ায়, মাত্র ৩ ম্যাচ খেলতে পারেন তিনি। এবার টুর্নামেন্টের বাকী আসরে না খেলার সিদ্বান্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন আফ্রিদি। তাই গ্লাডিয়েটর্সের মালিক নাদিম ওমরকে ধন্যবাদ জানিয়েনে এবং টুর্নামেন্টে আর খেলতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার ভক্তদের জন্য আবার মাঠে ফিরে আসবো, আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব