September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 7:34 pm

পিকে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পিকে) হালদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য আসেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জেনেছি পিকে হালদার গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশের ওয়ারেন্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তিনি এখন গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে এখনও অফিশিয়ালি কোনো তথ্য দেশে আসেনি।’

১৫ মে (রবিবার) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিকে হালদারকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিষয়ে যা করবো আইনগতভাবেই করব এবং আইনগতভবেই তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে শনিবার পলাতক বাংলাদেশি ব্যবসায়ী পিকে হালদার এবং তার দুই সহযোগীকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)।

গ্রেপ্তার বাকি দুজন হলেন-হালদারের সহযোগী প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদার।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মানি লন্ডারিং এবং অবৈধভাবে অর্জিত সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি হালদার পলাতক ছিলেন।

অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিকে হালদার জালিয়াতি করে শিবশঙ্কর হালদার নামে একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।’

—ইউএনবি