July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:30 pm

পিছিয়ে গেলো ‘মিস ওয়ার্ল্ড’ ফাইনাল

অনলাইন ডেস্ক :

করোনা কাল হয়ে দাঁড়ালো মিস ওয়ার্ল্ড ২০২১ এর ফাইনালে। মিস ইন্ডিয়া ২০২০ মানাসা বারাণসীসহ করোনা আক্রান্ত সেখানকার ১৭ জন প্রতিযোগী ও কর্মী। বাকিদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রেসিং রুম থেকে শুরু করে মঞ্চ, সব অনুষ্ঠান স্থল স্যানিটাইজ করা হয়েছে। চিকিৎসকরা যাদের সুস্থ ঘোষণা করেছেন কেবলমাত্র তাদেরকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে, বাকিদের আইসোলেশনে রাখা হয়েছে। পুয়ের্তো রিকোতে এবার মিস ওয়ার্ল্ডের ফাইনাল হওয়ার কথা ছিলো। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিযোগী, কর্মী ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড ২০২১ সাময়িকভাবে পুয়ের্তো রিকোর ফাইনাল পিছিয়ে দেওয়া হচ্ছে।’ চলতি বছরে মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন ভারতীয় প্রতিযোগী হারনাজ সান্ধু। মিস ওয়ার্ল্ডের খেতাবও ভারতের ঘরে যাবে কি না এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার। ২০২০ এ করোনার জন্য স্থগিত রাখা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতা।