October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 7:27 pm

পিবিআই পরিচয়ে প্রতারণা, যুবক আটক

গাজীপুরের টঙ্গী থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় দেয়া এক প্রতারককে আটক করা হয়েছে। রবিবার (১৫ মে) রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকায় তাকে আটক করা হয়।

আটক মো. আরিফের (২০) বাড়ি হবিগঞ্জ জেলার মহেশপুর গ্রামে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, রাতে টঙ্গী পশ্চিম থানার অভিযানে থানাধীন সফিউদ্দিন একাডেমি রোডে অভিযান চালিয়ে পিবিআই লেখা সংবলিত জ্যাকেট, বাংলাদেশ পুলিশ লেখা সংবলিত মাস্ক এবং পুলিশ ইউনিফর্মে ব্যবহৃত বিভিন্ন প্রতীকসহ ভুয়া পিবিআই পুলিশ মো. আরিফকে (২০) আটক করা হয়।

আটক প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

—ইউএনবি