অনলাইন ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হচ্ছেন জাকা আশরাফ। নতুন মেয়াদে দায়িত্বের জন্য লড়বেন না, জানিয়ে দিয়েছেন নাজাম শেঠি। পিসিবির দায়িত্ব নেওয়ার আগেই কড়া বার্তা দিয়েছেন জাকা। এশিয়া কাপের হাইব্রিড মডেল নিয়ে প্রশ্ন তুলে জানিয়ে দিয়েছেন, এমনটা পরবর্তীতে হবে না। গত বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জাকা আশরাফ। সেখানে এশিয়া কাপের হাইব্রিড মডেল অর্থাৎ পাকিস্তানে মাত্র চারটি ম্যাচ এবং তাও ‘অগুরুত্বপূর্ণ’ এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন তিনি। তবে পূর্বসূরী নাজাম শেঠির বোর্ড যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এটাতে আর বাধার সৃষ্টি করবেন না তিনি। জাকা বলেছেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এশিয়া কাপ পাকিস্তানের কোন উপকারেই আসছে না। সেজন্য এই মডেল আমার পছন্দ নয়। স্বাগতিক হিসেবে পুরো আসর যেন পাকিস্তানে হয় বোর্ডের ওই আলোচনা চালিয়ে যেতে হত।
পাকিস্তানের জন্য মাত্র চারটি ম্যাচ রেখে শ্রীলঙ্কা আসরের বেশি অংশ নিয়ে গেছে। এটা জাতীয় স্বার্থ হতে পারে না।’ শেঠির বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে সম্মান করছেন জানিয়ে জাকা আশরাফ বলেছেন, ‘আমি মনে করি, এশিয়া কাপের সিদ্ধান্ত হয়ে গেছে। এটা আমাদের মেনে নিতে হবে। আমি এর পথে বাধা হবো না বা সিদ্ধান্ততে না মানার কোন চিন্তা মাথায় নেই। সিদ্ধান্তকে সম্মান করা ছাড়া কিছু করারও নেই। তবে পরবর্তীতে যে সিদ্ধান্তই নেওয়া হবে, দেশের স্বার্থ আগে দেখা হবে।’ পিসিবির চেয়ারম্যান হওয়ার দৌড়ে জাকা আশরাফ ছাড়াও আছেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদে। তাদের দু’জনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে জাকাকেই দেওয়া হতে পারে পিসিবির চেয়ার। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট করে সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিপলস পার্টির চাওয়াতেই পিসিবির চেয়ার দেওয়া হচ্ছে জাকা আশরাফকে।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’