October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 8:29 pm

পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাট আর নেই

অনলাইন ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও দেশটির সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ বাট আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে লাহোরে বৃহস্পতিবার ৮৫ বছর বয়সে মারা গেছেন তিনি। বাটের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে পিসিবি। ২০০৮ সালে ৭০ বছর বয়সে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন বাট। দায়িত্বে ছিলেন ২০১১ সাল পর্যন্ত। তার মেয়াদের সময়েই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির।

খেলোয়াড়ি জীবনে বাট ছিলেন কিপার-ব্যাটসম্যান। ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮ টেস্ট খেলে ২৭৯ রান করেন তিনি। ফিফটি ছিল একটি। ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরিতে তার রান চার হাজারের কাছাকাছি। খেলা ছাড়ার পর জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি।