November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 25th, 2023, 7:45 pm

পিয়ংইয়ংয়ে ৫ দিনের লকডাউন: রিপোর্ট

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) এক খবরে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র। দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক এনকে নিউজের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বুধবার (২৫ জানুয়ারী) থেকে আগামী রোববার পর্যন্ত তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিদিন তাদের দেহের তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেওয়ার কথাও বলা হয়েছে। খবরে বলা হয়, নোটিশে কোভিড-১৯ এর উল্লেখ না করে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে। এর আগে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এনকে নিউজ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল। তবে দেশটির অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদমাধ্যম নতুন কোন পদক্ষেপের কথা ঘোষণা করেনি। দেশটিতে বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে। তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। উত্তর কোরিয়া গত বছর এপ্রিলে প্রথম করোনা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছিল। মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া একে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছিল।