October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 29th, 2022, 7:45 pm

পুরনো অভিজ্ঞতা কাজে লাগাতে চান নাজমুল

অনলাইন ডেস্ক :

টানা ফর্মহীনতায় ভুগতে ভুগতে মহাবিতর্কে আছেন নাজমুল হোসেন শান্ত। তার পরও তিনি সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। চলতি সফরে বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারেরই আফ্রিকায় খেলার অভিজ্ঞতা নেই। যাদের আছে, তাদেরই একজন নাজমুল হোসেন শান্ত। যিনি ২০১৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে গেছেন। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান শান্ত। সাত বছর আগের সেই সফরে ৫-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশের যুবারা। সেই সিরিজের বেশির ভাগ ম্যাচ ছিল এবারের প্রথম টেস্টের ভেন্যু ডারবানে। সাত বছর পর কিংসমিডে ফিরে শান্ত স্মৃতিচারণা করলেন পুরনো দিনগুলোর। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রায় ছয়-সাত বছর আগে এসেছিলাম। তখনো ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি প্রায় সবগুলো ম্যাচই আমরা জিতেছি। ‘ সেই সময়ে খেলার অভিজ্ঞতা নিয়ে শান্ত বলেন, ‘তখন ওদের দলে বেশ কয়েকটা রাগবি খেলোয়াড় ছিল। তারা ব্যাটিংয়ে নামলে আমরা বুঝতাম না ক্রিকেট খেলতে নেমেছে না রাগবি খেলতে নেমেছে। এ রকম মজার অনেক মুহূর্ত ছিল। দিনশেষে আমরা পরিবেশটা উপভোগ করেছি, ভালো ক্রিকেট খেলেছি। অনেক কিছু শিখতেও পেরেছি। অনেক ভালো সময় কেটেছে। ওই দলের অনেকের সঙ্গে আবার ম্যাচ খেলার সুযোগ এসেছে। অনেক দিন পর দেখা হবে, এটা নিয়ে রোমাঞ্চিত। ‘যুব দলের হয়ে সেই সফরে অপরাজিত ৬৯* রানের একটি ইনিংস খেলেছিলেন শান্ত। তিন নম্বর পজিশনে নেমে ওই এক ফিফটিতে ৭ ম্যাচে ৩২.২৫ গড়ে তার সংগ্রহ ছিল ১৪১ রান। তবে এবার ফরম্যাট ভিন্ন। তার পরও সেই পারফরম্যান্স তাকে প্রেরণা জোগাচ্ছে, ‘ওই সময় ব্যাটিং ভালো করেছিলাম। ২-৩টা বড় স্কোর ছিল। ওই আত্মবিশ্বাস আছে। এবার আবার সুযোগ এলে সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব, আশা করছি ভালো কিছুই হবে। ‘