অনলাইন ডেস্ক :
এপার বাংলা-ওপার বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত’র মাথার মুকুটে আর একটি পালক সংযোজিত হলো। ইন্দ্রাশিস আচার্য পরিচালিত পার্সেল ছবিতে অভিনয়ের জন্য ঋতুপর্ণা ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এর আগেও ছবিটি উচ্চ প্রশংসা পেয়েছিল বিভিন্ন বিদেশি চলচ্চিত্র উৎসবে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও এই ছবিটি প্রশংসা পায়। ঋতুপর্ণা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, এতদিন চলচ্চিত্র জগতে থাকলেও আজও কাজের অবদানের স্বীকৃতি পেলে তার ভালো লাগে। বললেন, আমি খুশি ইন্দ্রাশিস-এর এই ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায়।
আরও পড়ুন
পুত্রসন্তানের মা হলেন মারিয়া নূর
নতুন আঙ্গিকে সরব হচ্ছেন বুবলী
ফ্রান্সে ইমরানের কনসার্টে মারামারি