পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় শুক্রবার একটি প্লাস্টিকের পাইপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরেরউপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, মাজেদ সরদার সড়কের মা-বাবর দোয়া প্লাস্টিক কারখানায় বিকাল ৪টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ফায়ার সাভিসের ৪টি ইউনিট বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
ঠাকুরগাঁও রেলস্টেশনে বেড়েছে পকেটমারদের দৌরাত্ম্য, অসহায় ট্রেনযাত্রীরা
এসডিজি: বিশ্বকে ‘ট্র্যাকে ফিরে’ পেতে ইইউকে সহায়তা করার আহ্বান জানাল জাতিসংঘ প্রধান
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ নিহত ২