October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 7:45 pm

পুরুষের যেই বৈশিষ্ট্য দেখে সাবধান হতে বললেন নোরা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত সুকেশের মামলায় জড়িয়ে যাওয়ার কারণে ইদানীং প্রায়ই খবরের শিরোনামে থাকছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছে যে জ্যাকলিনকে সরিয়ে সুকেশের সঙ্গে সম্পর্ক গড়তে চাইতেন তিনি। সেই নোরাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সম্পর্কের ক্ষেত্রে পুরুষের কোন বৈশিষ্ট্য দেখে সাবধান হওয়া উচিত সেই প্রসঙ্গে। বলিউড হাঙ্গামায় দেয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ‘রেড ফ্ল্যাগ’ হলো গায়েব হয়ে যাওয়া। বিষয়টি যেমন যে একজন আপনার সঙ্গে আজ এবং কাল অনেক কথা বললো, এরপরে পাঁচ দিন চুপ। এরপর আবার ফিরবে এবং কথা বলবে, গভীর ভাবে। এরপরে আবার গায়েব। এর অর্থ হলো ওই পুরুষটি একাধিক নারীর সঙ্গে কথা বলে।’ নোরাকে জিজ্ঞেস করা হয় তিনি নিজের জীবনে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা সেই প্রসঙ্গে। নোরা বলেন, ‘জানি না। আমি এমনেই বলছি।’ ব্রেকআপের পরে কী করা উচিত সেই প্রসঙ্গেও পরামর্শ দিয়েছেন নোরা। বলেছেন, ‘কোনো প্রাক্তনকেই ছোট করে কিছু বলিনি আমি। এটা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বলে মনে করি আমি।’ সম্প্রতি মুক্তি পেয়েছে নোরার মিউজিক ভিডিও ‘আচ্ছা সিলা দিয়া’। এতে প্রতারক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নোরার বলিউডে অভিষেক। তিনি তেলেগু চলচ্চিত্র ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক-২’ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। সূত্র: পিঙ্কভিলা