চট্টগ্রামের আদালত ভবনে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা যুবক আবুল কালামকে (২৫) কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী।
আজ সোমবার ভোররাতে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ টেকনাফের রোহিঙ্গা লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, রবিবার (৫ ডিসেম্বর) কদমতলী মোড়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে আটক করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা। এ ঘটনায় গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোহাম্মদ্দ টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
পরে আসামি আবুল কালামসহ কোতোয়ালি থানা থেকে একাধিক আসামিকে আদালতে আনা হয়। আদালতে আসামির নাম-ঠিকানা মিলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেয়ার কোনও একসময় তিনি পালিয়ে যান।
—ইউএনবি
আরও পড়ুন
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ভেঙে পড়েছে খুমেকের চিকিৎসা সেবা, রোগীরা ভোগান্তিতে
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিন: উপদেষ্টা নাহিদ