October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:35 pm

পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় অভিনেত্রী আটক

অনলাইন ডেস্ক :

মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আটক হয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী কাব্য থাপর। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মদ্যপ অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় কাব্যর গাড়ি। এ সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাগবিত-ায় জড়ান ২৬ বছর বয়সী এ অভিনেত্রী। এমনকি পুলিশকে গালাগালাও করেন তিনি। এরপরই একাধিক বিধিভঙ্গের অভিযোগে এ মডেল-অভিনেত্রীকে আটক করা হয়। আটকের পর তাকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়েছে জুহু পুলিশ। মুম্বাইয়ের মেয়ে কাব্য বেড়েও উঠেছেন আরব সাগরের তীরবর্তী শহরেই। অভিনয়ের পাশপাশি মডেলিংও করেন। একাধিক নামি সংস্থার বিজ্ঞাপনের মডেলও হয়েছেন তিনি। এ অভিনেত্রী ২০১৩ সালে কাজ করেছেন ‘তৎকাল’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যরে হিন্দি ছবিতে। এর পাঁচ বছর পর তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। ২০১৯ সালে ‘মার্কেট রাজা এমবিবিএস’ ছবি দিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন কাব্য। সবশেষ গেল বছর তার অভিনীত তেলেগু ভাষার ‘এক মিনি কথা’ ছবিটি মুক্তি পায়। তবে কাজ ছাপিয়ে এবার বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এলেন এই মডেল-অভিনেত্রী।