July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 17th, 2024, 9:18 pm

পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচনি দায়িত্বসহ আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সক্ষম।’

শুক্রবার (১৭ মে) সকালে সুনামগঞ্জে নগর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা ডরমেটরি ভবন (স্টুডিও অ্যাপার্টমেন্ট) ও সুনামগঞ্জ পুলিশ হাসপাতালের প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের পর্যাপ্ত জনবল, সরঞ্জাম, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। তাই দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছে পুলিশ।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ জনগণের সেবা করতে পেরে গর্ববোধ করে। তাই তারা মানুষের কল্যাণে আরও কাজ করতে চায়।’

এ সময় আরও ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ।

—–ইউএনবি