December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 3:06 pm

পুষ্টি বাগান স্থাপনে প্রশিক্ষণার্থীর মাঝে গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাস্তবায়িত ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় গত ২৬ ও ২৭ জুন প্রশিক্ষণ গ্রহনকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ১৩ নভেম্বর রোববার গাছের চারা প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ ও উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হকসহ উপসকারি কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, স্বামী-স্ত্রী মিলে ৩০ জন প্রশিক্ষণ অংশগ্রহণ করে। তাদের প্রত্যেকে ২টা মাল্টার চারা, ২টা লিচুর চারা, লটকনের চারা ২টা ও আম গাছের ২টা করে দেওয়া হয়। গাছের চারা পাওয়া মনিরামের আবু সাইম, শরিফা, মর্নেয়ার আব্দুল লতিফ বলেন, প্রশিক্ষণের সময় কৃষি অফিসার স্যার আমাদের বলেছিলেন, গাছের চারা সরবরাহ করতে না পারায় পরে আপনাদের ডেকে দিব। সে মোতাবেক আমাদের গাছের চারা দিলেন।