November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 7:53 pm

পূজাকে সঙ্গে নিয়েই আসছে ঈদে জাজের দুই সিনেমা

অনলাইন ডেস্ক :

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিরতি ভেঙে আবারো সিনেমায় সরব হচ্ছে। আসছে ঈদে তাদের দুটি সিনেমা মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ। সিনেমা দুটি হচ্ছে ‘পাপ’ এবং ‘জ্বীন’। আসছে ঈদে ‘পাপ’ মুক্তি পাবে আগে জানা গেলেও, গত সোমবার ‘জ্বীন’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে এবারের ঈদে থাকছেন পূজা চেরিও। আব্দুল আজিজ বলেন, ‘পাপ’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র আমরা হাতে পেয়েছি। সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। এ ছাড়া করোনার আগে ‘‘জ্বীন’সিনেমাটির কাজ শুরু করি। করোনার কারণে দীর্ঘদিন সিনেমাটির কাজ বন্ধ ছিল। এই সিনেমাটিও এবারের ঈদে মুক্তি দেব। ২০১৯ সালে ‘‘জ্বীন’ সিনেমার শুটিং শুরু করেন পূজা চেরি। নাদের চৌধুরী পরিচালিত এই সিনেমায় পূজা ছাড়াও সজল, রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ আরো অনেকে অভিনয় করেন। সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘জ্বীন’। সিনেমায় দেখা যাবে পূজার ওপর জ্বীন ভর করেছে। এরপর ঘটতে থাকবে নানা ঘটনা। এদিকে ‘পাপ’ পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।