October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 7:16 pm

পূজা ৪.০৮, দীঘি ৩.৭৫

অনলাইন ডেস্ক :

বেশ ভালোভাবেই পাস করলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে তিনি পেয়েছেন জিপিএ- ৩.৭৫ (এ মাইনাস)। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন দীঘি। দীঘির মতো ঢাকাই ছবির আরেক নায়িকা পূজা চেরিও বসেছিলেন এইচএসসি পরীক্ষার টেবিলে। তাতে পূজা পেয়েছেন জিপিএ- ৪.০৮ (এ গ্রেড)। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন পূজা। পূজা চেরি বলেন, ‘শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি, এতেই সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।’ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরির। নায়িকা হিসেবে অভিষেক যৌথ প্রযোজনার ছবি ‘নূর-জাহান’ দিয়ে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’। বর্তমানে ঢাকাই ছবির বেশ ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ ছবির কাজ।
ফল প্রকাশ নিয়ে আরেক চিত্রনায়িকা দীঘি বলেন, ‘আমি ছাত্রী হিসেবে খুব একটা ভালো নই। তাই ফল নিয়ে আগে থেকে বড় আশা করিনি। যা পেয়েছি তাতেই খুশি।’ চলচ্চিত্রের শিশুশিল্পী হিসেবে অধিক পরিচিতি পেয়েছেন দীঘি। ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। তখনই চলচ্চিত্রে হয় তার অভিষেক। ১৬ বছর আগে নিজের প্রথম সিনেমা ‘কাবুলিওয়ালা’য় অভিনয় করে দীঘি জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ও এসেছে। এখন কাজ করছেন হাফ ডজন ছবিতে।