October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 17th, 2021, 8:03 pm

পূর্ণ ডোজ টিকা পেয়েছেন চীনের ১শ’ কোটির বেশি মানুষ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনা মোকাবিলায় ১শ’ কোটির বেশি মানুষকে পুরোপুরি টিকাদান সম্পন্ন করেছে চীন। দেশটিতে এখন মোট জনসংখ্যার ৭১ শতাংশই টিকার পূর্ণ ডোজের আওতায় এসেছেন। ২০১৯ সালে দেশটিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দ্রুতই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ। তবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশাল জনসংখ্যাকে দ্রুত টিকার আওতায় আনতে যাচ্ছে দেশটি। এদিকে বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ২শর বেশি মানুষ। একদিনে শনাক্ত ৫ লাখের বেশি মানুষ। এনিয়ে বিশ্বে মোট শনাক্ত ২২ কোটি ৭৮ লাখের বেশি। মোট মৃত্যু ৪৬ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।