October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 15th, 2021, 7:20 pm

‘পৃথ্বীরাজ’ লুকে চমক নিয়ে হাজির অক্ষয়

অনলাইন ডেস্ক :

মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের পরাজয়ের কারণে ভারতে মুসলমান শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বলা হয়ে থাকে, পৃথ্বীরাজ যদি তরাইনের দ্বিতীয় যুদ্ধটা জিতে যেতেন তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজপুত যোদ্ধা হিসেবে তাকে স্মরন করা হতো। সেই যোদ্ধার গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছে সিনেমা। সেখানে বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। মোহাম্মদ ঘুরির চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। আর পৃথ্বীরাজের প্রেমিকা ও স্ত্রী সংযুক্তার চরিত্রে অভিনয় করে সিনেমায় অভিষিক্ত হতে যাচ্ছেন মিস ইন্ডিয়া মানসী চিল্লার। যশ রাজ ফিল্মসের এ ছবিটি মুক্তি পাচ্ছে ২০২২ সালের ২১ জানুয়ারি। সোমবার প্রকাশ হয়েছে টিজার। মাত্র কয়েক ঘণ্টাতেই টিজারটি দেখেন ২৪ লাখেরও বেশি মানুষ। টিজারে প্রেম-যুদ্ধে ঐতিহাসিক গল্পে জমজমাট এক সিনেমার আভাস মিললো। মোহম্মদ ঘুরির বিরুদ্ধে বিখ্যাত যুদ্ধের কিছু অংশ দিয়েই শুরু হচ্ছে ছবির টিজার। দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে অক্ষয় কুমার তার কিছু সৈন্যদের সঙ্গে সেনার বেশে দাঁড়িয়ে রয়েছেন। একইসঙ্গে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকেও। দুজনের লুক চমক দিয়েছে। দর্শক বেশ পছন্দ করেছেন। পাশাপাশি বধূবেশে হাজির মানসীও মন ভরিয়েছেন কয়েক ঝলকের দেখায়। টিজারে দেখা যাচ্ছে সোনু সুদকেও। ছবির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, ‘গর্ব ও সাহসের একটি বীরগাঁথা। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।’ একটি সাংবাদিক সম্মেলনে অক্ষয় কুমার বলেন, ‘পৃথ্বীরাজের বীরত্ব এবং জীবনের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি হলো এ ছবিটি। আমি তার সম্পর্কে যতই পড়েছি, ততই বিস্মিত হয়েছি যে তিনি কীভাবে তার দেশ এবং তার মূল্যবোধের জন্য তার গৌরবময় জীবনের প্রতিটি মুহূর্ত বেঁচেছিলেন।’ অক্ষয় কুমার আরও জানান, ‘তিনি একজন কিংবদন্তী যোদ্ধা। তিনি সবচেয়ে সাহসী যোদ্ধাদের অন্যতম এবং তিনি আমাদের দেশের সবচেয়ে ন্যায় পরায়ণ রাজাদেরও অন্যতম। আমরা আশা করি যে বিশ্বব্যাপী ভারতীয়রা এই পরাক্রমশালী সাহসী হৃদয়ের প্রতি আমাদের স্যালুট পছন্দ করবে। আমরা তাঁর জীবন কাহিনিকে যথাসম্ভব সত্যতা বজায় রেখে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ছবিটি তাঁর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।’ যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পৃথ্বীরাজ’ সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।