October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 29th, 2023, 8:18 pm

পেড্রির গোলে বার্সার কষ্টার্জিত জয়

অনলাইন ডেস্ক :

মিডফিল্ডার পেড্রি গঞ্জালেজের একমাত্র গোলে কাতালান ডার্বিতে জিরোনাকে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। গত শনিবার ম্যাচের ২৬ মিনিটে ইনজুরি আক্রান্ত ওসমানে ডেম্বেলের স্থলাভিষিক্ত হন স্প্যানিশ মিডফিল্ডার পেড্রি। প্রথমার্ধে ফরাসি ফরোয়ার্ড ডেম্বেলে পেশীর ইনজুরিতে পড়েন। সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা ডেম্বেলের ইনজুরি বার্সেলোনাকে ইতোমধ্যেই ভাবিয়ে তুলেছে। জয়ের ব্যবধান বড় না হলেও বার্সা কোচ জাভি হার্নান্দেজ বিশ্বাস করেন তার দল এই মুহূর্তে যেকোন সময়ের তুলনায় অনেক বেশী শক্তিশালী। জাভি বলেন, ‘আমাদের অবশ্য আত্ম-সমালোচনা করতে হবে। একইসঙ্গে অনেক দিক থেকেই পারফরমেন্সের উন্নতি করতে হবে। কিন্তু তারপরও আমরা খুশি। যেখান থেকে আমরা এসেছি সে দিকে আমাদের তাকাতে হবে। খেলোয়াড়দের মধ্যে অনেক বড় পরিবর্তন এসেছে। আর এর মাধ্যমেই আমরা সঠিক পথেই আছি। আমি মনে করি সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস।’ রক্ষণভাগেও বার্সেলোনার এই দলটি দারুণ শক্তিশালী। এবারের মৌসুমে তারা মাত্র ৬ গোল হজম করেছে। শেষ তিনটি ম্যাচেই ১-০ গোলে জয়ী হয়েছে। সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৩ ম্যাচে তারা অপরাজিত রয়েছে। তিন ম্যাচ নিষেধাজ্ঞায় থাকায় এই ম্যাচে মাঠে নামতে পারেনি পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। এই ম্যাচের মাধ্যমে লেভার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। কোপা ডেল রে’র সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে জয়সূচক গোল করা ডেম্বেলে ২৫ মিনিটে ইনজুরিতে পড়েন। বার্সেলোনার হয়ে প্রথম বছরেও ইনজুরির কারণে প্রায় পুরোটা সময়ই দলের বাইরে ছিলেন ডেম্বেলে। কিন্তু জাভির আগমনে এই ফরাসি ফরোয়ার্ড নিজেকে ফিট ও শক্তিশালী করে তুলেন। বিরতির পর জাভি মার্কোস আলনসোর স্থানে জর্ডি আলবাকে মাঠে নামান। মাঠে নেমেই এই স্প্যানিয়ার্ড পার্থক্য গড়ে দেন। পেড্রির গোলে এই লেফট-ব্যাকই অ্যাসিস্ট করেছেন। বামদিক থেকে তার ক্রসে পেড্রি কোনাকুনি শটে বার্সাকে এগিয়ে দেন। ইনজুরি টাইমে স্বাগতিকদের সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেন ইভান মার্টিন।