October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 8:00 pm

পেলের রেকর্ডের আরো কাছে নেইমার

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ আসরে আগাম সতর্কবার্তা পাঠাল ব্রাজিল। বৃহস্পতিবার সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় দুই গোল করেছেন নেইমার। ম্যাচে ৭২ ও ৭৩তম আন্তর্জাতিক গোল দুটির সুবাদে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই তারকা পৌঁছে গেছে পেলের রেকর্ডের আরো কাছে। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৭ গোল আছে কিংবদন্তি পেলের। দর্শকে ঠাসা সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রিমিয়ার লিগ থেকে গোল্ডেন বুট জয় করে আসা কোরিয়ান অধিনায়ক সন হিউং মিনকেও একেবারে কোণঠাসা করে রেখেছিলেন নেইমার। অথচ আগের দিন অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় নেইমারের খেলা নিয়েই অনিশ্চয়তার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে তারকা দ্যুতি ছড়িয়েছেন তিনি। ম্যাচে নেইমার ছাড়াও গোল করেছেন রিচার্লিসন, ফিলিপ কুতিনহো এবং গাব্রিয়েল জেসুস। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমনাত্মক ছিল ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর দল ব্রাজিল। কয়েক সেকেন্ডের মধ্যেই থিয়াগো সিলভা গোল করে সবাইকে হতবাক করে দেন। নেইমার দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। ৪২ মিনিটে কোরিয়ার ডিফেন্ডার লি ইয়ং বক্সের মধ্যে সান্দ্রোকে ফাউল করলে রিভিউর সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত রেফারি। পেনাল্টি থেকে বেশ ঠান্ডা মাথায় লক্ষ্য ভেদ করেন নেইমার। ম্যাচের ৫৭ মিনিটে আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল। এ সময় দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।