September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 10th, 2022, 7:15 pm

পোশাক নিয়ে বিপাকে দীপিকা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা ‘গেহরাইয়া’ মুক্তি পাবে আজ শুক্রবার। সিনেমাটির প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। তবে, প্রচারের সময় দীপিকার পোশাক তৈরি করেছে নতুন বিতর্ক। ‘গেহরাইয়া’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। অনেকের মতে, হট ও বোল্ড সেই আমেজ বজায় রাখতেই আঁটোসাঁটো, ছোটখাটো পোশাকে আজকাল দেখা মিলছে এ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ডেনিম জগার্স পোশাকে দীপিকার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। দীপিকার ওই পোশাকের ডিজাইনের সঙ্গে বিকিনির মিল খুঁজে বের করেছেন নেটিজেনদের একাংশ। শুরু হয়েছে কটাক্ষ। রণবীর সিং ঘরনীর এমন পোশাক খুবই ‘জঘন্য’, ‘কুরুচিকর’ বলে মন্তব্য করা হয়েছে পোস্টে। অনেকে বলছেন, দীপিকার পোশাক রুচি সময়ের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। এর আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন দীপিকাকে। ফ্রেডি লিখেছিলেন, ‘গেহরাইয়া’ সিনেমার মুক্তির তারিখ যত এগিয়ে আসছে তত কমছে পোশাক। উপর এবং নিচ, দুইদিক থেকেই কমছে পোশাকের মাপ। ফ্রেডি বার্ডিকে উপযুক্ত জবাবও অবশ্য দিয়েছিলেন দীপিকা। এদিকে বুধবার মুক্তি পেয়েছে ‘গেহরাইয়া’ সিনেমার নতুন গান ‘বেকাবু’। এই গানে দীপিকা-সিদ্ধান্তের অন্তরঙ্গ দৃশ্য ফের তুমুল আলোচনার সৃষ্টি করেছে।