December 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 3rd, 2023, 9:21 pm

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্তে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দেশটির আইনপ্রণেতা রয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার প্যারাগুয়েতে বিমান দুর্ঘটনায় দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন আইনপ্রণেতাসহ আরও তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা দেয় এবং মাটিতে পড়ার পর আগুন ধরে যায়। এই ঘটনায় ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার তিনজন দলীয় সদস্য নিহত হন বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু এবং ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’