May 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 7:34 pm

প্রকাশ্যে ‘গুডবাই’-এর ফার্স্ট লুক

অনলাইন ডেস্ক :

৭ অক্টোবর মুক্তি পাবে বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘গুডবাই’। এই ছবিতে প্রথমবারের মত এক সঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির ফার্স্ট লুক। গত শনিবার অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি পোস্টার শেয়ার করেছেন। ছবিটিতে অমিতাভ ও রাশমিকাকে বেশ সাধারণ পোষাকে দেখা গেছে। পাশাপাশি তাদের বোঝা বোঝা যাচ্ছে যে তারা আকাশে ঘুড়ি উড়াচ্ছেন। বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবিটিতে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা।এছাড়াও এ সিনেমায় থাকছেন পাভেইল গুলাটি, নীনা গুপ্তা, এলিসহ একঝাঁক তারকা। মূলত জীবন, পরিবার ও সম্পর্কের গল্প নিয়েই ‘গুডবাই’ সিনেমাটি, যা হয়ত দর্শকদের কিছুটা হলেও স্মৃতি মনে করাবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুজিত সরকার পরিচালিত অমিতাভ ও দীপিকা অভিনীত বাবা-মেয়ের কাহিনীকে ঘিরে ছবি ‘পিকু’র কথা। গত বছরই শেষ হয়েছিল ‘গুডবাই’ এর শুটিং, এখন শুধু অপেক্ষা ছবিটির মুক্তির। ‘গুডবাই’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভ অভিনীত ও অয়ন মুখার্জি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সাথে ‘দ্য ইন্টার্ন’ এর হিন্দি রিমেকের প্রজেক্ট রয়েছে অমিতাভের হাতে। অপরদিকে রাশমিকার হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।