October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:35 pm

প্রকাশ পেল চিশতী বাউলের প্রথম গান

অনলাইন ডেস্ক :

‘যদি থাকে নসিবে’ খ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি। তিনি চিশতি বাউল নামে পরিচিত। এবার তিনি নতুন বছরে ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘ও দয়াল’ শিরোনামে নতুন গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। এটির সংগীতায়োজন করেছেন রানা আকন্দ। গানটি প্রসঙ্গে চিশতী বাউল বলেন, ‘ও দয়াল’ গানটি দেহতত্ত্ব ভিত্তিক গান। তিনি আরও বলেন, এইচ এম নিপু গানটি অসাধারণ লিখেছেন এবং সুর করেছেন। আমার মনে হয় নিপুর এই ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা আমার জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে। এ প্রসঙ্গে এইচ এম নিপু বলেন, মৃত্যুর পর মানুষ কোন দেশে, কোন বেশে থাকে সেটা সবার অজানা- এই জগত সংসারে একদিন কিছুই থাকবে না। ‘দয়াল কিসেরও লাগিয়া জমিনে পাঠাইয়া উপরে যাইবা নিয়া’- এমন সাধারণ কিছু কথায় অসাধারণ এক অনুভূতি প্রকাশ পেয়েছে গানটিতে। আশাকরছি গানটি সবার ভালো লাগবে। জানাগেছে, গত সোমবার বিকেল ৩টায় ‘চ্যানেল এইচ এম’ এর ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।