September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 14th, 2023, 8:15 pm

প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ আর নেই

অনলাইন ডেস্ক :

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজি, নাট্যকর্মী ও অভিনেত্রী জয়ীতা মহলানবীশ। জানা গেছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বুলবুল মহলানবীশ। শিল্পীর শেষকৃত্যের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তার ছেলে থাকেন আমেরিকায়। তার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেছেন। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করছিল ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’- গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।